আমাদের দেশে জীববিজ্ঞান অলি¤িপয়াড শুরু হয় ২০১২ সালে। তারপর বেশ কিছু শর্ত পূরণের পর বাংলাদেশের শিক্ষার্থীরা প্রথম আন্তর্জা...আমাদের দেশে জীববিজ্ঞান অলি¤িপয়াড শুরু হয় ২০১২ সালে। তারপর বেশ কিছু শর্ত পূরণের পর বাংলাদেশের শিক্ষার্থীরা প্রথম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলি¤িপয়াডে অংশগ্রহণের সুযোগ পায় ২০১৬ সালে। সেই থেকে তারা ধারাবাহিকভাবে অংশগ্রহণ করে আসছে। আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অর্জনও কম নয়। জীববিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয় একেবারে আঞ্চলিক পর্যায় থেকে। জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারিএই তিন ক ̈াটাগরিতে সারা দেশে দশটির অধিক অঞ্চলে প্রতিবছর অনুষ্ঠিত হয় বিডিবিও-সমকাল আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব। আঞ্চলিক অলি¤িপয়াড মূলত আন্তর্জাতিক জীববিজ্ঞান অলি¤িপয়াডে বাংলাদেশ থেকে প্রতিযোগী বাছাইয়ের প্রথম ধাপ। এই ধাপে মূলত পাঠ ̈বইয়ের জীববিজ্ঞান সংশ্লিষ্ট অংশ থেকে প্রশ্ন করা হয়। তবে সরাসরি মুখ ̄’নির্ভর কোনো প্রশ্ন নয়, বিষয়ব ̄‘র নিরিখে বিশ্লেণধর্মী প্রশ্ন। সেখানে কে কত বেশি তথ ̈ জানে তা নয়, বরং বৈজ্ঞানিক চিন্তাধারায় কার কত পারদর্শিতা সেটাই বিবেচনা করা হয়। আগের বছর ̧লোতে আঞ্চলিক পর্যায়ে যেসব প্রশ্ন এসেছে সে ̧লোর সমাধান করলে পরীক্ষার ধরণ স¤পর্কে একটা ধারণা পাওয়া যায়। অবশ ̈ এতে করে কোনো প্রশ্ন তথাকথিত অর্থে 'কমন' পড়ার সুযোগ থাকে না! কারণ অলি¤িপয়াডে এক প্রশ্ন দুইবার আসে না। তারপরও অলি¤িপয়াডের প্র ̄‘তিতে এগিয়ে নিতে এ বইটি শিক্ষার্থীদের সহায়ক হবে বলে আমি মনে করি। জুনিয়র ক ̈াটাগরি থেকে জীববিজ্ঞান অলি¤িপয়াডের জগতে শিক্ষার্থীদের প্রবেশ ঘটে। এ বইটি সেই ক ̈াটাগরির জন ̈ রচিত। বইটি প্রকাশের জন ̈ যাঁরা শ্রম দিয়েছেন তাঁদের সবার প্রতি এবং বইটি পড়ে যেসব শিক্ষার্থী উপক...ত এবং অনুপ্রাণিত হবেসকলের উদ্দেশে ̈ রইলো আমার শুভকামনা।
ISBN | 9789849403531 |
Edition | 2022-01-15 |
Number of Pages | 288 |
Language | বাংলা |